ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | ৬ অগ্রহায়ণ ১৪৩২ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

দুর্দশাগ্রস্ত ৫ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার ( নভেম্বর) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো- এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এ ৫ ব্যাংকের মধ্যে ৪টি মালিকানায় ছিল এস আলম। একটির মালিকানায় ছিল নজরুল ইসলাম মজুমদার। ওই সময়ে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়। ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। এতে গ্রাহকের জমানো অর্থ ফেরত দিতে পারছে না। এমন পরিস্থিতিতে এসব ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে সরকারও সম্মতি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, একীভূতকরণের মাধ্যমে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করা হবে, যাতে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ইসলামী ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রশাসক নিয়োগের পর একীভূত ব্যাংকের কাঠামো, মূলধন ব্যবস্থা ও পরিচালনা নীতিমালা প্রণয়নের কাজ শুরু হবে।