ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, এমন কিছু লোক আছে যারা এই দেশকে শয়তানদের হাতে তুলে দিতে চায় - আপনি জানেন তারা কারা। কট্টর ডানপন্থি জায়নবাদীরা এই দেশকে শয়তানদের হাতে তুলে দিতে চায়। সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত জেরুজালেম পোস্টের প্রতিবেদন মতে ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রস্তুতির মধ্যে বলিভারিয়ান ইন্টিগ্রাল বেস কমিটিতে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
মাদুরো বলেন, এই লড়াইয়ে কে জিতবে? ডেভিডের লোকেরা, ঈশ্বরের লোকেরা, বলিভারের লোকেরা, নাকি সাম্রাজ্যবাদী দানব।’ মাদুরো ভেনেজুয়েলাকে কিং ডেভিডের অনুসারী অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন গোলিয়াথকে মোকাবিলা করছে। আর রাজা ডেভিডের বিশ্বাস ও ঈশ্বরের আশীর্বাদ উভয়ই ছিল। আমরা ডেভিডের বংশধর যারা যুগে যুগে গোলিয়াথদের বারবার পরাজিত করেছে। ঈশ্বর যদি চান, তাহলে আমরা আবারও তাদের মুখোমুখি হব।
ভেনেজুয়েলাকে খ্রিস্টান দেশ অভিহিত করে মাদুরো বলেন, আমি এই যুদ্ধের অগ্রভাগে আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে রেখেছি, যার হাতে আমাদের মাতৃভূমিকে ন্যস্ত করা হয়েছে, তিনি স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী একমাত্র রাজা, নাজারেথের যীশু, ছোট শিশু এবং ফিলিস্তিনি শহীদ। আমি নাজারেথের যীশুকে ভেনেজুয়েলার জনগণের শান্তি এবং সার্বভৌমত্বের যুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে দেখি। মার্কিন জনগণরা যেন যুদ্ধকে ‘না’ এবং শান্তিকে ‘হ্যাঁ’ বলেন।
সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ঘিরে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ ধরা নৌকা লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এরই মধ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেস সদস্য ওবিদেশি নেতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক চালিয়ে যাচ্ছেন।