ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ১১ রজব ১৪৪৭

শিরোনাম

খালেদা জিয়ার আদর্শে ঢাকা-দিল্লি সম্পর্ক এগোবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার আদর্শে ঢাকা-দিল্লি সম্পর্ক এগোবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আজ আশা প্রকাশ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে পথনির্দেশক হিসেবে কাজ করবে।

বুধবার (৩১ ডিসেম্বর)  বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়শঙ্কর লেখেন, ‘আমাদের অংশীদারত্বের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করছি।’ ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জয়শঙ্কর আরো লেখেন, ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বৈঠক শেষে বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, প্রতিবেশী দেশ ভারত খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে। তাঁকে ‘গণতন্ত্রের জননী’ এবং ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করা হয়েছে— যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিলেন।

আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তরের পর জয়শঙ্কর ভারত সরকারের প্রতিনিধি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। এর আগে, জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।