ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২২ রমজান ১৪৪৬

আবু সাঈদ ও ড. ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য নারী ম্যাজিস্ট্রেটের

আবু সাঈদ ও ড. ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য নারী ম্যাজিস্ট্রেটের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। 

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

এর আগে এদিন বিকেলে লালমনিরহাটের জেলা প্রশাসক সাক্ষরিত এক অফিস আদেশে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাপসী তাবাসসুম উর্মীকে সহকারী কমিশনার হিসেবে যোগদান করার আদেশ দেয়া হয়।

উর্মি তার ফেসবুকে লিখেছেন: সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি! এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়!তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’ আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিলো, এটা এত অল্প সময়ে দিনের আলোর মত পরিষ্কার করে দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। ওনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, এই ঘটনায় তাকে অলরেডি ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে। বাকি সিদ্ধান্ত সরকার নেবে।