গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোন-লাইভ অনুষ্ঠান “গ্লোবাল মিউজিক”-এর এই সপ্তাহের আয়োজনে থাকছে দর্শকপ্রিয় ও প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পীদের নিয়ে জমজমাট আয়োজন।
আগামী (২৭ নভেম্বর) বৃহস্পতিবার সঙ্গীত পরিবেশন করবেন “বাংলার গায়েন” রিয়েলিটি শো থেকে উঠে আসা জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী রাসেল মৃধা। ২০২১ সালের এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ান ছিলেন রাজশাহীর এই কণ্ঠশিল্পী। তার কণ্ঠে “রঙের দুনিয়া তোরে চাই না”, “ছেড়ে দে নৌকা আমি যাবো”, “আমার যমুনার জল”, “বসন্ত বাতাসে সই গো” এবং “তুমি আমার নাম নিলা না”—এই গানগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি নিজের মৌলিক গান, মঞ্চ পরিবেশনা এবং টেলিভিশন অনুষ্ঠান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এই দিন তার সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন নুসরাত জাহান রিয়া। রিয়া শেরপুরের কণ্ঠশিল্পী। ছোটবেলা থেকেই সঙ্গীতচর্চা করছেন। শেরপুরেই অবস্থান করেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। মঞ্চ ও বিভিন্ন টেলিভিশনে নিয়মিত গান পরিবেশন করেন। এর আগেও কয়েকবার গ্লোবাল মিউজিকে অংশগ্রহণ করে টেলিভিশন রেটিং (টিআরপি) এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ভিউজ বিবেচনায় ব্যাপক সাড়া পেয়েছেন তিনি।
আগামী (২৮ নভেম্বর) শুক্রবারের আয়োজনে থাকছেন সঙ্গীতশিল্পী সুমন রায়। তিনি ‘বাংলার গায়েন’ রিয়েলিটি শো থেকে উঠে আসা একজন প্রতিভাবান শিল্পী। লোকসংগীত, বিশেষ করে লালনগীতি ও বাউল গান পরিবেশনে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তার গাওয়া জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে— “যদি ত্বরিতে ভাসনা থাকে”, “দয়াল তোমার নামে ছাড়লাম ভাবের নাও”, “আগে না জানিয়া পিছে না ভাবিয়া” এবং “আপন মানুষ পর হইয়া যায়”। মঞ্চ বিভিন্ন টেলিভিশন শো ও লাইভ অনুষ্ঠানে গান পরিবেশন করে ব্যস্ত সময় কাটছে তার।
এই দিন তার সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন তরুণ উদীয়মান সঙ্গীতশিল্পী সাথী আক্তার। তিনি “বাংলার গায়েন” সেকেন্ড সিজনের ফাস্ট রানার্সআপ ছিলেন। মূলত লোকগান এবং ফোক গান পরিবেশনেই তিনি দক্ষ। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— “দুই কুলে সুলতান ভান্ডারি” এবং “পাগল মন মনরে মন কেন এত কথা বলে”। সুমন রায় ও সাথী আক্তার— এর আগেও গ্লোবাল মিউজিকে অংশ নিয়ে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন। মঞ্চ বিভিন্ন টেলিভিশন শো ও লাইভ অনুষ্ঠানে গান পরিবেশন করে ব্যস্ত সময় কাটছে তার।
আগামী (২৯ নভেম্বর) শনিবার সঙ্গীত পরিবেশন করবেন প্রতিভাবান সঙ্গীতশিল্পী আতিক। তিনি ক্লোজআপ ওয়ান তারকা। ২০০৮ সালের “ক্লোজআপ ওয়ান— তোমাকেই খুঁজছে বাংলাদেশ” প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান তিনি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখান থেকেই প্রতিযোগিতায় অংশ নিয়ে জায়গা করে নেন সেরা চারে। নিয়মিত মঞ্চে গান পরিবেশন করেন। বাজারে তার একক অ্যালবাম রয়েছে; বিভিন্ন মিশ্র অ্যালবামেও গান করেছেন, যেগুলোর বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
এই দিন তার সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন জান্নাতে রেম্মান তিথি। এই প্রজন্মের যেসব শিল্পীরা শুদ্ধ সঙ্গীত চর্চা করেন—তিথি তাদের মধ্যে অন্যতম। স্রোতে গা না ভাসিয়ে সঙ্গীতের শুদ্ধতা ধরে রাখতে এবং শ্রোতাদের মাতিয়ে রাখতে তিনি সর্বদা সচেষ্ট। অল্প সময়ের মধ্যেই নজরুলসঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। পাশাপাশি আধুনিক গানও করেন। দেশের স্বনামধন্য শিল্পীদের সঙ্গেও গান করেছেন। নিজের লেখা ও সুর করা গানও প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া মঞ্চ বিভিন্ন টেলিভিশন ও বেতারে নিয়মিত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটছে তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোঃ ইমরান আলী। প্যানেল প্রযোজক হিসেবে রয়েছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সঙ্গে আছেন একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।