ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

উস্কানিমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

উস্কানিমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ফাইল ছবি

নোয়াখালীতে মামুনুর রশিদ কিরণের বাড়িতে হামলা করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে যে উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই বলে জানা গেছে। নোয়াখালী যুবলীগের নাম ব্যবহার করে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী এই ধরনের কিছু পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে নেতিবাচক উস্কানি ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানা গেছে। 

নোয়াখালীর জনসাধারণকে এই ধরনের কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। নোয়াখালীর কোনো ব্যক্তি বা সংগঠন এই ধযনের কোনো নেতিবাচক ঘোষণা দেয়নি, এটা সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য এবং কারো উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা। এই ধরনের হীন উস্কানিমূলক অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না বলে সচেতন নাগরিকদের প্রত্যাশা।