সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক: ছোটপর্দার অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। বহু ধারাবাহিকেই অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সেই অভিনেত্রী দুর্ঘটনায় ভেঙেছেন দুই হাত।
কয়েক দিন আগে পড়ে গিয়ে এমন গুরুতর আঘাত পান। নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে দেখা যায়, নন্দিনীর দুই হাতই প্লাস্টার করা।
দুর্ঘটনা প্রসঙ্গে নন্দিনী চ্যাটার্জি বলেন, ‘বাড়িতে পড়ে গিয়ে আঘাত পাই। অসম্ভব ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিই। পরীক্ষার পর জানতে পারি, দুই হাতই ভেঙেছে।’
অভিনেত্রী বলেন, তড়িঘড়ি অপারেশন করান চিকিৎসকরা। কারণ তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে হবে। এখন সুস্থ হয়ে উঠছি। আগের চেয়ে এখন অনেকটা ভালো আছি।
নন্দিনী আরো জানিয়েছেন যে বর্তমানে তিনি হিন্দি ধারাবাহিক নয়নতারার শ্যুটিং করছিলেন। ফলে কাজে ফেরার তাগিদে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে চান।