গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোন লাইভ অনুষ্ঠান “গ্লোবাল মিউজিক”-এর ৪০০ তম পর্ব পূর্তির মহাধামাকায় এ সপ্তাহে থাকছে ৩ দিনব্যাপী বিশেষ আয়োজনে “গ্লোবাল মিউজিক ফেস্ট।”
এই বিশেষ আয়োজনের প্রথম দিন ০৯ অক্টোবর, বৃহস্পতিবারে সংগীত পরিবেশন করবেন কামরুজ্জামান রাব্বি ও সাদিয়া লিজা। বর্তমান সময়ের জনপ্রিয় লোকসংগীত শিল্পী কামরুজ্জামান রাব্বি উঠে এসেছেন ম্যাজিক বাউলিয়ানা থেকে। তবে দোতারা বাজিয়ে তার গাওয়া “আমি তো ভালা না ভালা লইয়া থাইকো” গানটি অন্তর্জালে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। গান শেখা শুরু করেছিলেন রাজশাহীতে ওস্তাদ নিজামুল ইসলাম খানের কাছে। ২০১৬ সারে রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমেই সংগীত বোদ্ধাদের নজর কেড়েছিলেন তিনি।
বর্তমান সময়ের দেশের সংগীতাঙ্গনে অন্যতম এক তরুণ ফোক সংগীতশিল্পীর নাম সাদিয়া লিজা। মিডিয়াতে তিনি যাত্রা শুরু করেন ২০১৬ সালে ‘মিউজিক্যাল প্রিমিয়ার লীগ রিয়েলিটি শো’তে অংশগ্রহণের মাধ্যমে। ইতোমধ্যে দর্শক-শ্রোতার মন জয় করে নিয়েছে তিনি। ২০২০ সালে প্রকাশ পায় সাদিয়া লিজার প্রথম মৌলিক গান ‘প্রেমের মূল্য দিলা না’। এরপর ‘শ্যাম কালিয়া’, ‘মায়াজালে জড়াইয়া’, ‘দুনিয়া’ এবং ‘খেলা’ শিরোনামে আরও চারটি মৌলিক গান শ্রোতাদের উপহার দেন তিনি। এই দুই শিল্পী এর আগেও গ্লোবাল মিউজিকে বেশ কয়েকবার অংশগ্রহণ করে দর্শকদেরকে মুগ্ধ করেছেন। দর্শকরাও যে তাদের গান পছন্দ করেন তার প্রম
২য় দিনের আয়োজনে থাকছেন আরটিভি ইয়ংস্টার সিজন-২ এর প্রথম রানার্স আপ অনিক সূত্রধর, রাকিব হাসান ও পুষ্পিতা মিত্র। ইতোমধ্যেই গ্লোবাল মিউজিকে অনিক সূত্রধর ও রাবেয়া সেতু পরিচিতি পেয়েছেন প্রেমের জুটি হিসেবে। আর রাকিব হাসান হচ্ছেন তাদের সেই জুটির মাঝখানে এক ভিলেন। তবে এবারের মহা ধামাকা আয়োজনে রাবেয়া সেতু নেই আছে পুষ্পিতা মিত্র। দেখা যাক এবারে কি ঘটে।
এই মহা ধামাকা আয়োজনের ৩য় দিনে থাকছে ৪০০ তম পর্ব পূর্তির সেলিব্রেশন এবং এই দিন সংগীত পরিবেশন করবেন আকাশ মাহমুদ, মহুয়া মুনা এবং শবনম প্রিয়াংকা।
তরুণ প্রজন্মের মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের মধ্যে অন্যতম একজন আকাশ মাহমুদ শুধু সংগীতশিল্পী হিসাবে নয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও রয়েছে তার খ্যাতি। চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি সংগীত পরিচালনা করেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। গ্লোবাল মিউজিক এর দর্শকদের কাছে তিনি বরাবরই ব্যাপক জনপ্রিয়। এই অনুষ্ঠানটির ইউটিউব প্লাটফর্ম “গ্লোবাল ফোক” চ্যানেলটির সর্বপ্রথম আপ করা আকাশ মাহমুদ ও লায়লার দ্বৈত কণ্ঠে গাওয়া “কাজলের চেয়ে কালো” গানটি ৩৯ মিলিয়নের অধিক ভিউ নিয়ে এই প্লাটফর্মের শীর্ষ অবস্থানে রয়েছে।
এই দিনের বাকী দুইজন শিল্পীর অন্যতম একজন মহুয়া মুনা, তিনি বর্তমান সময়ের একজন জনপ্রিয় লোকসংগীতশিল্পী তার মৌলিক গানের সংখ্যা চল্লিশের অধিক। নিয়মিতভাবেই নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার অসাধারণ গায়কি আর কণ্ঠ শৈলীর জাদুতে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন ভক্ত-শ্রোতাদের হৃদয়ে।
সেই সাথে এই দিন সংগীত পরিবেশন করবেন শবনম মুস্তারী প্রিয়াংকা। শবনম প্রিয়াংকা নামে পরিচিত গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। এরই মধ্যে তার গায়কি ও কণ্ঠের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছেন। গ্লোবাল মিউজিক অনুষ্ঠানেও বেশ কয়েকবার অংশগ্রহণ করে পেয়েছেন দর্শক প্রিয়তা।
এ সপ্তাহের মহা ধামাকা আয়োজন বরাবের মতোই সংগীতপ্রিয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো : ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসাবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সাথে আছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।