ছবি অলংকরণ : গ্লোবাল টিভি
গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোন-লাইভ অনুষ্ঠান “গ্লোবাল মিউজিক”-এর এ সপ্তাহের আয়োজনে থাকছেন প্রতিষ্ঠিত জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি তরুণ উদীয়মান শিল্পীগণ।
আগামী (৬ নভেম্বর) বৃহস্পতিবার সঙ্গীত পরিবেশন করবেন তরুণ উদীয়মান সঙ্গীতশিল্পী তুরফান হোসেন হৃদয়। ২০১৬ সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে তার মিডিয়াতে পথচলা শুরু। সেখানেই তিনি বাপ্পা মজুমদার, শাকিলা জাফর এবং পার্থ মজুমদারের মতো গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়েছেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। পরবর্তীতে শওকত আলী ইমনসহ আরও অনেকের সান্নিধ্য লাভ করেন। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করেছেন তিনি, তবে গানের টানে চাকরি ছেড়ে এখন পূর্ণ সময়ের পেশাদার সঙ্গীতশিল্পী। ছোটবেলা থেকেই ফোক গানের প্রতি ছিল তার দুর্বলতা, পাশাপাশি ক্লাসিক্যাল সঙ্গীত নিয়েও পড়াশোনা করেছেন। নিজে গান লেখেন ও সুর করেন। কাভার সং-এর পাশাপাশি নিজের মৌলিক গানের প্রতিও রয়েছে বিশেষ মনোযোগ, কারণ তিনি মনে করেন— “একজন শিল্পীর মূল ও প্রধান সত্ত্বা হলো তার মৌলিক গান।”
তুরফান হোসেন হৃদয়ের সঙ্গে এই দিন সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী সুমাইরা সঙ্গী। তিনি মূলত ফোক গান করেন, তবে অন্যান্য ধারার গানও পরিবেশন করে থাকেন। মিডিয়াতে তিনি পরিচিতি পেয়েছেন রিয়েলিটি শো “ম্যাজিক বাউলিয়ানা”-এর মাধ্যমে। বর্তমানে বিভিন্ন টিভি অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন এবং ইতোমধ্যে সহস্রাধিক স্টেজ শোতে গান করেছেন। তিনি দুটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) “গ্লোবাল মিউজিক”-এর আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন বাংলা লোকসঙ্গীতের জনপ্রিয় ও বরেণ্য সঙ্গীতশিল্পী রুমা সরকার। তিনি মূলত বিচ্ছেদ ও বাউল ঘরানার গান গেয়ে পরিচিতি লাভ করেছেন। “এই মিনতি করি বন্ধু, আর একটি রাত থাকো” এবং “কোন দেশে লুকাইলারে বন্ধু” — এই গানগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।
এই দিন রুমা সরকারের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন শফিউল বাদশা— তিনি জনপ্রিয় রিয়েলিটি শো “ম্যাজিক বাউলিয়ানা ২০২২”-এর চ্যাম্পিয়ান। মুন্সিগঞ্জের সন্তান শফিউল বাদশা টেলিভিশনে প্রথম লাইভ অনুষ্ঠানে অংশ নেন গ্লোবাল টেলিভিশনের হাত ধরেই। বর্তমানে প্রায় সব টেলিভিশনের মিউজিক্যাল অনুষ্ঠানে তাকে দেখা যায়। ইতিমধ্যে “গ্লোবাল মিউজিক” অনুষ্ঠানে বেশ কয়েকবার অংশ নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি দৃঢ় অবস্থান তৈরি করেছেন।
শনিবার (৮ নভেম্বর) “গ্লোবাল মিউজিক”-এর আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান খন্দকার। ‘সাদাকালো দুঃখ’, ‘তোমার বারান্দায়’, ‘কলিজাতে দাগ লেগেছে’, ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’, ‘একটু যদি’ — এমন বহু জনপ্রিয় গানের মাধ্যমে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ইমরান খন্দকারের জন্ম যশোরে। তাঁর সঙ্গীতে হাতেখড়ি মায়ের কাছেই, যা তিনি নিজের সৌভাগ্য বলে মনে করেন। পরবর্তীতে গুরু মাহবুব রাসেল, আবদুস শহীদ, নিবাস কুমার মণ্ডল, অখিল বিশ্বাস, বিপ্লব সান্যাল, সুকুমার দাস, পান্না দে, লক্ষ্মী রানী বৈদ্য প্রমুখের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। এর মধ্যে দীর্ঘ সময় তিনি গুরু সুকুমার দাসের কাছে তালিম নেন। তিনি ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪’ এবং ‘ভালোবাসি বাংলাদেশ ২০১৩’ প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নেন। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও গান গেয়ে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি স্টেজ শো, টিভি শো ও নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এই দিন ইমরান খন্দকারের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন স্বর্গ্য তৌহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি অংশগ্রহণ করেছিলেন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’-এ, যেখানে সেরা ছয়ের মধ্যে স্থান করে নেন। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা তৌহিদের বাবা, তৌহিদুল ইসলাম ছিলেন সংগীত শিক্ষক এবং ‘সপ্তরং’ নামে একটি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। মা সুলতানা ইসলামও সংগীতপ্রেমী ছিলেন। মাত্র আড়াই বছর বয়সে প্রথম মঞ্চে গান গেয়েছিলেন তিনি— ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল...’। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে জাতীয় শিশু-কিশোর পুরস্কার প্রতিযোগিতায় নজরুলগীতি ও দেশাত্মবোধক গানে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তাঁর বেশ কয়েকটি মৌলিক গান রয়েছে এবং বিভিন্ন সময়ে টেলিভিশনের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাকে।
গ্লোবাল মিউজিকের এ সপ্তাহের ধামাকা আয়োজন বরাবরের মতোই সঙ্গীতপ্রিয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো. ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসেবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। এর সঙ্গে রয়েছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।