ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | ৬ অগ্রহায়ণ ১৪৩২ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

শাকিব খানের খোঁজ নিয়েছেন অমিতাভ, দেখেন সিনেমাও

শাকিব খানের খোঁজ নিয়েছেন অমিতাভ, দেখেন সিনেমাও

সম্প্রতি আলোচনায় এসেছে পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত আসন্ন সিনেমা ‘প্রিন্স’। ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে থাকছেন ঢাকা ও কলকাতার বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ‘প্রিন্স’-এর মূল টিম সম্প্রতি বলিউড সফরে যায়, আর সেখানেই তাদের দেখা হয় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে। আর সেখানেই বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের শুভকামনা পেল ঢাকার সিনেমার শীর্ষনায়ক মেগাস্টার শাকিব খানের 'প্রিন্স' সিনেমা টিম।

সিনেমা প্রসঙ্গে জানতেই অমিতাভ বচ্চন শুভকামনা জানান। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে প্রিন্স। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে প্রি-প্রডাকশনের কাজে মুম্বাই রয়েছেন পরিচালক ও প্রযোজক। এ সময় তিনি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখেছেন বলেও জানিয়েছেন।  ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ'। কেবল 'প্রিন্স' নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, 'অমিতাভ বচ্চন স্যার একটি শুটিংয়ে ছিলেন। তার মধ্যে অমিত দাদার সঙ্গে আমরা গিয়েছিলাম। বাংলা সিনেমায় আমরা অনেক বড় কিছু করতে যাচ্ছি জানতে পেরে ভীষণ খুশি হয়েছেন, এমনকি শাকিব ভাই সম্পর্কেও জেনেছেন। আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন। বাংলাদেশে এতো বড় আয়োজনের সিনেমা হচ্ছে জেনে অমিতাভ বচ্চন মুগ্ধ হয়েছেন। তার অতি মূল্যবান সময় থেকে কিছু সময় আমরা পেয়ে অনেক গর্বিত।

ইতোমধ্যে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়, যা সিনেমাপ্রেমীদের নজর কাড়ে। প্রিন্স (ওয়ান্স আপন অ্যা টাইম ঢাকা) মূলত অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিবের বিপরীতে থাকছেন তিন নায়িকা, তাদের একজন তাসনিয়া ফারিণ। বাকি দুজন এখনও চূড়ান্ত হয়নি।