গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোন-লাইভ অনুষ্ঠান “গ্লোবাল মিউজিক”-এর এ সপ্তাহে থাকছে দর্শকপ্রিয়, প্রতিশ্রুতিশীল ও তরুণ উদীয়মান সঙ্গীতশিল্পীদের নিয়ে জমজমাট আয়োজন।
আগামীকাল (১৩ নভেম্বর) বৃহস্পতিবার থাকছেন ক্লোজআপ তারকা ও দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী সোহাগ। জনপ্রিয় রিয়েলিটি শো “ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ”-এ অংশগ্রহণের জন্য দুবাই থেকে রেজিস্ট্রেশন করেছিলেন তিনি। শুধুমাত্র গানের টানেই তখন সমাপ্তি টানেন ছয় বছরের প্রবাস জীবনের। নিশ্চিন্ত জীবনের হাতছানিকে উপেক্ষা করে বাংলাদেশে ফিরে আসেন তিনি। ছোটবেলা থেকেই গান করা এই শিল্পী প্রবাস জীবনে সে সুযোগ না পেয়ে একরকম হাঁপিয়ে উঠেছিলেন বলা চলে। বর্তমানে তিনি গান নিয়েই আছেন, এবং এর মধ্য দিয়েই এগিয়ে চলছে তার জীবন। এই দিন সোহাগের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান ২০০৬-এর মঞ্চ মাতানো শিল্পী মনোয়ারা আক্তার মোনা।
এছাড়া (১৪ নভেম্বর), শুক্রবারের আয়োজনে থাকছেন সঙ্গীতশিল্পী সাগর বাউল। মাত্র ছয় বছর বয়সেই লালন শাহের গান গেয়ে লাখো মানুষের মন জয় করেছিলেন তিনি। বাবার কাছেই তার হাতে খড়ি— বাবাই ছিলেন সঙ্গীতের গুরু। পরবর্তীতে ওস্তাদ সমীর বাউলের কাছে দীক্ষা নেন তিনি। এই বিস্ময়বালক পাঁচ বছর বয়সে লড়াই করেছেন দুরারোগ্য ক্যান্সারের সঙ্গেও, তবে সব শঙ্কা কাটিয়ে তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং পুরোপুরি ব্যস্ত সময় কাটাচ্ছেন সঙ্গীত নিয়ে।
তার প্রথম একক অ্যালবাম “জ্ঞানের আলো”। তার মৌলিক গানের সংখ্যা প্রায় শতাধিক। এছাড়াও তার কণ্ঠে পরিবেশিত প্রচলিত ফোক গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টেলিভিশনে তার পরিবেশিত গানের অনুষ্ঠানগুলোও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে সাগর বাউল শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গীত বিভাগে অনার্স করছেন। দেশে ও দেশের বাইরে তিনি সমান জনপ্রিয়। গ্লোবাল মিউজিকে তার পরিবেশিত বেশ কয়েকটি গান কয়েক মিলিয়ন ভিউ পেয়েছে এবং দর্শকদের মন জয় করেছে, যা গ্লোবাল টিভির ডিজিটাল প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। তার প্রতিটি লাইভ অনুষ্ঠানেই ডিজিটাল ভিউ প্রশংসার দাবিদার।
এই দিন সাগরের সঙ্গে গান করবেন প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী লাবনী আক্তার। গ্লোবাল মিউজিকে একাধিকবার অংশগ্রহণ করা এই শিল্পীরও রয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। তিনি “বাংলার গায়েন” রিয়েলিটি শোর প্রথম সিজনের মাধ্যমে মিডিয়ায় পরিচিতি লাভ করেছেন। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও মঞ্চে গান করেই কাটে তার ব্যস্ত সময়।
১৫ নভেম্বর, শনিবার সঙ্গীত পরিবেশন করবেন প্রতিভাবান সঙ্গীতশিল্পী শফিকুল ইসলাম। ২০১৬ সালের ম্যাজিক বাউলিয়ানা এবং ২০১৯ সালের গানের রাজা নামের রিয়েলিটি শোগুলোর প্রথম রানারআপ হয়ে তিনি সারাদেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। গ্লোবাল টিভির ঈদ আয়োজনসহ একাধিক সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। বর্তমানে গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলের লাইভগুলোর মধ্যে দর্শকপ্রিয়তার তালিকায় তার লাইভগুলো রয়েছে প্রথম চারের মধ্যে।
শফিকুলের সঙ্গে এই দিন থাকবেন প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী আরমিন জামান। ক্ষুদে গানরাজ শিল্পী হিসেবেই তিনি পরিচিত। তবে বড় হয়েও সঙ্গীতাঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি মূলত ফোক ও আধুনিক বাংলা গান পরিবেশন করে থাকেন। আমাদের প্রত্যাশা, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আরমিন নিজেকে আরও উজ্জ্বলভাবে প্রমাণ করতে পারবেন।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোঃ ইমরান আলী। প্যানেল প্রযোজক হিসেবে রয়েছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সঙ্গে আছেন একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।