গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোন-লাইভ অনুষ্ঠান ‘গ্লোবাল মিউজিক’–এর এ সপ্তাহের আয়োজনে থাকছে দর্শকপ্রিয় দেশবরেণ্য পুরোধা সঙ্গীতশিল্পী এবং প্রতিশ্রুতিশীল ও তরুণ উদীয়মান সঙ্গীতশিল্পীদের মিলনমেলায় এক বিশেষ ধামাকা আয়োজন।
আগামী (২০ নভেম্বর) বৃহস্পতিবার থাকছেন সুফিবাদ ও বাউল তত্ত্বের জনপ্রিয় ও পুরোধা সঙ্গীতশিল্পী শফি মন্ডল। ১৯৮৩ সাল থেকে পুরোপুরি বাউল গানে মনোনিবেশ করা এই শিল্পী বর্তমানে দেশের একজন বরেণ্য সঙ্গীতশিল্পী। বাউল সঙ্গীতে তিনি রেখে চলেছেন মূল্যবান অবদান। শফি মন্ডলের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- মন মন্দিরে পূজা দেবো–এর মতো মৌলিক গান ছাড়াও তার গাওয়া বহু সুফি ও বাউল গান। এর আগেও তিনি গ্লোবাল টেলিভিশনে বেশ কয়েকবার লাইভে অংশগ্রহণ করেছেন এবং প্রতিবারই তার গায়কী ও পারফরমেন্স দর্শক-সমালোচকদের মুগ্ধ করেছে। শফি মন্ডল আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ শিল্পী, তিনি বিশ্ব দরবারে লোকসংগীত কে রিপ্রেজেন্ট করেন এবং বিভিন্ন দেশে প্রায় পারফরম্যান্স করে থাকেন।
এই দিন শফি মন্ডলের সঙ্গে জুটি বেঁধে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার গায়েন ২০১৬-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার। পারিবারিকভাবেই তিনি পেয়েছেন গানের প্রতিভা—তার বাবা গান গাওয়ার পাশাপাশি গান লেখেন ও সুর করেন; তার দাদাও ছিলেন সংগীতপ্রেমী। শারমিনের ভরাট ও মিষ্টি কণ্ঠ ইতোমধ্যে কোটি ভক্তের হৃদয় জয় করেছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একসময় তিনি হাসপাতালের শয্যাশায়ী ছিলেন, কিন্তু কোটি ভক্তের দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে আবারও মিডিয়ায় নিয়মিত পারফরমেন্স করছেন। গ্লোবাল টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে শারমিনের গান সর্বোচ্চ ভিউ স্পর্শ করে। আশিকের সঙ্গে তার একটি লাইভ অনুষ্ঠান ভিউয়ের দিক থেকে রেকর্ড গড়ে।
শুক্রবার (২১ নভেম্বর) গ্লোবাল মিউজিকের মঞ্চ মাতাবেন প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী বাঁধন মোদক, যিনি বাংলার গায়েন সিজন–২-এর চ্যাম্পিয়ন। সদা হাস্যোজ্জ্বল বাঁধন হবিগঞ্জের ছেলে। সুরবিতান প্রশিক্ষণ সেন্টারে গান শেখার মাধ্যমে তার সংগীত যাত্রা শুরু। ওস্তাদ সুরে সরকার ও জালাল সিদ্দিকীর কাছে তিনি সংগীতে দীক্ষা নেন। একবার পুলিশে চাকরি পেলেও শুধুমাত্র সংগীতের প্রতি গভীর টানে চাকরিটি তিনি গ্রহণ করেননি। তার প্রিয় শিল্পী বাংলাদেশের কিংবদন্তি প্রয়াত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন তার আরেক আইডল।
এই দিন বাঁধনের সঙ্গে জুটি বেঁধে সঙ্গীত পরিবেশন করবেন সেরা কণ্ঠ তারকা বন্যা তালুকদার। ইতোমধ্যে তাঁর মধুমাখা কণ্ঠ দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। একের পর এক মার্জিত বাংলা ফোক ও আধুনিক গান পরিবেশনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দর্শকনন্দিত। সিলেটের ওসমানী নগর উপজেলার স্বনামধন্য সংগীতশিক্ষক শৈলেন তালুকদারের কন্যা বন্যার সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল বাবার কাছ থেকেই। ২০১২ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-এ অংশগ্রহণ করে তারকা খ্যাতি পান তিনি। তাঁর বহু গানই প্রকাশিত হয়েছে দেশের স্বনামধন্য মিউজিক স্টেশনগুলো থেকে। তিনি দেশে-বিদেশে নিয়মিত সঙ্গীত পরিবেশন করছেন। গ্লোবাল প্ল্যাটফর্মেও তিনি ঈদের অনুষ্ঠানমালায় প্রয়াত শিল্পী পাগল হাসানের সাথে একটি লাইভে অংশ নিয়ে চমক দেখিয়েছিলেন। এছাড়াও আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে তার গাওয়া বেশ কিছু গান মিলিয়নের ওপরে ভিউ পেয়ে ‘গ্লোবাল ফোক’–কে করেছে আরও সমৃদ্ধ। তাই উৎসবের রঙে তারুণ্যের গানে গ্লোবাল মিউজিক ফেস্ট–এর এবারের আসরেও আমন্ত্রণ জানানো হয়েছে এই জনপ্রিয় শিল্পীকে।
“আমি খুঁজেছি তোমায় মাগো”—এ গানটির কথা উঠলেই যার মুখ মনে পড়ে, তিনি সঙ্গীতশিল্পী রাশেদ। ‘ক্লোজআপ ওয়ান’ তারকা রাশেদ এই গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রয়েল টাইগার গ্লোবাল মিউজিক–এর এ সপ্তাহের আয়োজনে শনিবার (২২ নভেম্বর) থাকছেন তিনি। উল্লিখিত গানটি ক্লোজআপ ওয়ানের মৌলিক গানের রাউন্ডে প্রথম পরিবেশন করা হলেও এটি তার প্রথম মৌলিক গান নয়। এর আগেই, ২০০৩ সালে বেনসন অ্যান্ড হেজেস আয়োজিত একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে সারা বাংলাদেশের মধ্যে ‘বেস্ট ভোকাল’ নির্বাচিত হয়েছিলেন তিনি। সেখানেই প্রথমবার গেয়েছিলেন তার প্রথম মৌলিক গান ‘এই চাঁদ’। দুই দশকের সংগীত জীবনে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান।
এই দিন রাশেদের সঙ্গে জুটি বেঁধে সঙ্গীত পরিবেশন করবেন প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। তিনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও জাতীয় পর্যায়ে নজরুল সঙ্গীতে দুটি স্বর্ণপদক এবং দেশাত্মবোধক গানে রৌপ্যপদক অর্জন করেছেন। তিন্নির সঙ্গীতে হাতেখড়ি ২০০৬ সালে নারায়ণগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমির প্রয়াত শিক্ষক মায়া ঘোষের কাছে। পরবর্তীতে ২০০৯ সালে তিনি ভর্তি হন নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে এবং ৪ বছরের কোর্সে ফজলুল হক ও জি. এম. রহমান রনিসহ বেশ কয়েকজন গুণী শিল্পীর কাছে গান শেখেন। এরপর ২০১৩ সাল থেকে চার বছর তালিম নেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষক ড. রেজওয়ান আলী লাভলুর কাছে। ২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় সেরা ছয়ে স্থান করে নেন তিন্নি। প্রতিযোগিতায় উপস্থাপিত মিতালী মুখার্জির গাওয়া ‘সুখ পাখি রে’ এবং কনকচাপার গাওয়া ‘তুমি আমার এমনই একজন’—এই দুটি গান তার কণ্ঠে ভাইরাল হয় এবং ইউটিউবে ১০ লক্ষাধিক ভিউ পায়।
অনুষ্ঠানটি প্রযোজনা করেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো. ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসেবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সাথে রয়েছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।”