ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | ৬ অগ্রহায়ণ ১৪৩২ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

আওয়ামী লীগ নামে আর কেউ রাজনীতি করতে পারবে না: এলডিপি মহাসচিব

আওয়ামী লীগ নামে আর কেউ রাজনীতি করতে পারবে না: এলডিপি মহাসচিব

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, এই দেশে আওয়ামী লীগ নামে আর কোনো সংগঠন রাজনীতি করতে পারবে না। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাদের সবাই মানবতাবিরোধী অপরাধ করেননি। তাই যারা পরিচ্ছন্নভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নিরীহভাবে জীবনযাপন করেছেন আপনারা এখন অন্য চিন্তা করেন। আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতির সঙ্গে যুক্ত হন। এ সময়  স্থানীয় আওয়ামী লীগের নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীদের তার দলে যোগ দিতে পরামর্শ দেন তিনি।    

সোমবার (১৭ নভেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের প্রমুখ।

এলডিপি মহাসচিব বলেন, অপরাধের বিভিন্ন শ্রেণিভেদ থাকে, অনেক অপরাধ ক্ষমার যোগ্য। কিন্তু মানবতাবিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না। দেশে ২টি দল মানবতাবিরোধী অপরাধে দায়ী। একটি হচ্ছে আওয়ামী লীগ, অপরটি হলো জামায়াতে ইসলামী। দেশ বিভাজনের শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত জামায়াতে ইসলাম যে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের অনেক নেতাকর্মীকে সাজা দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। একই অপরাধে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ তার বাহিনীর অপরাধীদের একই সাজা প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও প্রমাণ করল মানবতাবিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই।   এর আগে এই ট্রাইব্যুনালই মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতাদের অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদান করেছিল।