ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | ৬ অগ্রহায়ণ ১৪৩২ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

শাড়ি কিনে না দেয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

শাড়ি কিনে না দেয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

নবান্ন উৎসবের শাড়ি চাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর হাতে থাকা পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দিনাজপুরের বিরামপুরের দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে নবান্ন উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম স্বামী হাফিজুল ইসলামের কাছে নতুন শাড়ি কেনার আবদার করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রেহেনা বেগম হাতে থাকা বসার পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। মরদেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।