বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, যেকোনো ধরনের নাশকতা বা চক্রান্ত করে জাতীয় নির্বাচন থামানো সম্ভব নয়। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের বিকল্প নেই এবং এই নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিযোগ তুলে অমানউল্লাহ আমান বলেন, নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র চালানো হচ্ছে। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা সফল হবে না। গণতন্ত্রকে কখনোই দীর্ঘসময় আটকে রাখা যায় না। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।
বিএনপি নেতাদের গুম-খুনের অভিযোগসহ অতীত রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে অমানউল্লাহ আমান বলেন, এসব ঘটনার বিচার চলছে এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই ভবিষ্যতেও বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশ নেন। মতবিনিময় সভার আগে আমানউল্লাহ আমান শোভাপুরসহ আশপাশ এলাকার কয়েকটি উন্নয়নাধীন রাস্তার নির্মাণকাজ পরিদর্শন করেন।