ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের মতো ঢাকার জাতীয় স্টেডিয়ামকেও শুধু নিজেদের ব্যবহারের জন্য সরকারের কাছে চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন—বাফুফে। বাফুফের চাওয়ার সঙ্গে একমতও পোষণ করেছে সরকার।
অপরদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বলেন, মাঠের পাশেই তো অ্যাথলেটিক্স ট্র্যাক! নিয়মিত মাদার অব অল গেমস খ্যাত অ্যাথলেটিক্সের বিভিন্ন এভেন্টও আয়োজন করে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। বাফুফের এতে আপত্তি নেই। ফিফার গাইড লাইনেও এতে নেই কোনো বাধা। বিশ্বের অনেক বড় বড় ফুটবল মাঠের পাশেই যে রয়েছে এমন অ্যাথলেটিক্স ট্র্যাক।
তিনি বলেন, জাতীয় স্টেডিয়াম অতীতে আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু ছিলো। বাফুফে চাইলে আগামীতেও প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে হোম ভেন্যু হিসেবে দিতে পারবে।