ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

আন্দোলনে বন্ধ বিমানবন্দর, ঢাকায় ফিরতে পারছেন না বাংলাদেশ দল

আন্দোলনে বন্ধ বিমানবন্দর, ঢাকায় ফিরতে পারছেন না বাংলাদেশ দল

নেপাল সময় আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় বাংলাদেশ দলের ফ্লাইট ছিল। কাঠমান্ডুতে ছাত্র-জনতার আন্দোলন চলমান থাকায় বাংলাদেশ দল হোটেল থেকে বিমানবন্দরে যেতে পারেনি। আন্তর্জাতিক ফ্লাইট চলাচলও বন্ধ কাঠমান্ডু এয়ারপোর্টে। ফলে বাংলাদেশ দল বিমানবন্দর পৌঁছালেও আজ ফ্লাইটে উঠতে পারত কি না নিশ্চিত ছিল না। কাঠমান্ডুতে গোলাগুলি ও জ্বালাও পোড়াও চলছে। বাংলাদেশ টিম হোটেলের কাছেই এমন পরিস্থিতি। তবে হোটেলে ফুটবলাররা অবশ্য নিরাপদেই রয়েছেন। হোটেলের সামনে তেমন কোনো সমস্যা এখনো হয়নি।

বাফুফে মিডিয়া বিভাগ দুপুর পৌনে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে জানায়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।’

কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা ঝুঁকি নিয়ে বিমানবন্দর যাইনি। নেপাল আমাদের স্কট (নিরাপত্তা) দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারেনি। এখন আবার হোটেলে রুম নেওয়া হয়েছে। শুনেছি এয়ারপোর্ট অবরুদ্ধ। নতুন করে টিকিট করাও এখন অনিশ্চয়তা কারণ এখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত।’

প্রসঙ্গত, টানা দুই দিনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কেপি শর্মা ওলি। এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।