গ্লোবাল টিভি ছবি
মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হককে সোনালী কাবিন পদক প্রদান করা হয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণোৎসব থেকে তাকে এই পদক প্রদান করা হয়।
শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কচি। মুল প্রবন্ধ পাঠ করেন কবি মহিবুর রহিম। সংগঠনের সভাপতি ইব্রাহিম খান সাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি মো. নিজামউদ্দিন প্রমুখ।
বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেন, কবি আল মাহমুদ ছিলেন আধুনিক বাংলা কবিতার একজন মহান কবি। যিনি অত্যন্ত পরিচ্ছন্ন ভাষায় মানবজীবনসহ দেশ, সমাজ, সাহিত্য এবং জাতি সত্তাকে তুলে ধরেছেন। তার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তার জীবনী সম্পর্কে সকলকে জানতে হবে। বিশেষ করে বাংলাদেশকে সমৃদ্ধ ও সুন্দর জাতি রুপে গড়ে তুলতে এবং জাতীয় ঐক্যবোধ সৃষ্টি করতে আল মাহমুদের কবিতাকে সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য, কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৯ সালের ১৫ ফ্রেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।