বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনী কনটেন্ট নির্মাণে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর দুই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন গ্লোবাল টেলিভিশিনের দুইজন কর্মী। আলোচিত কন্টেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের হেড অব ডিজিটাল ইমরান হক। স্পেশাল রিপোর্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট মো. আব্দুল খালেক।
শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের লেকশো হাইটস হোটেলে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত এই দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন, মাল্টিমডিয়া সাংবাদিক, নির্মাতা ও ডিজিটাল উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ডিজিটাল মিডিয়া ফোরাম বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও উদ্ভাবন বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। গেস্ট অব অনার ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর।
বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন আরও ২৬ জন। তারা হলেন- বৈশাখী টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তন্ময় উদ্দৌলাহ, ঢাকা পোস্টের হেড অব রিসার্চ অ্যান্ড এডিটোরিয়াল বিনয় দত্ত, ৭১ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফারুক হোসেন মজুমদার, চ্যানেল আইয়ের স্পোর্টস রিপোর্টার আবু রায়হান ইফাত, দৈনিক আমাদের সময়ের সাব এডিটর কুদরাত উল্লাহ, দ্য ডেইলি সানের সিনিয়র সাব এডিটর (কালচার ও এন্টারটেইনমেন্ট ইনচার্জ) মো. জাহিদুল ইসলাম, দৈনিক নতুন সংবাদের স্টাফ রিপোর্টার (অপরাধ) খান শান্ত, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ, বার্তা২৪.কমের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. সিফাত রানা, এখন টিভির রিপোর্টার আসিফ ইকবাল, ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার মোস্তফা ইমরুল কায়েস, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল, এনটিভি অনলাইনের পাবনা জেলা সংবাদদাতা মো. পলাশ হোসেন, দৈনিক কালবেলার মেহেরপুর জেলা সংবাদদাতা খান মাহমুদ আল রাফি, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার এস. কে. সাগর, ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভস আরিফুল ইসলাম আরমান, দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সোলায়মান হোসেন শাওন, নিউজ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার শারমিন পারভিন (লিয়ানা), দৈনিক যুগান্তরের নিউজরুম এডিটর ও মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ওয়ালিউল হাসানাত, ঢাকা পোস্টের হেড অব মাল্টিমিডিয়া সাইফুল ইসলাম, দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার সামিউল আলিম, সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ন্ডের মাল্টিমিডিয়া চায়না করেসপন্ডেন্ট মাহির দিয়ান মাহদি, কানাডার টরন্টো প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মজিদ সুজন।