ছবি: গ্লোবাল টিভি
হাফিজুর রহমান, মোংলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সমুদ্রের জোয়ারের লোনা জলে পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনের রাস উৎসব। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় রাস পুজা। তবে এবার হয়নি প্রায় দুইশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী ‘রাস মেলা’।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, তিন দিনব্যাপী রাস উৎসব শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে রাস পূর্ণিমার রাস পুজা ও স্নানে অংশ নেয় হাজার হাজার মানুষ। পুণ্যার্থীদেরকে বনবিভাগের নির্ধারিত নৌপথ দিয়ে সুন্দরবনের আলোরকোল ছেড়ে লোকালয়ে চলে যেতে হয়।
তিনি আরো বলেন, মেলার অনুমতি না থাকায় এবং অন্য ধর্মের লোক যেতে না পারায় লোকজনের সমাগম বিগত বছরগুলোর তুলনায় অনেক কম ছিল।
এএইচ