ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ছবি : গ্লোবাল টিভি

নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা আজ জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর ৯টি উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৫ হাজার আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী সভায় অংশ গ্রহন করে।

জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ  খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন ও শহিদ উল্যা খাঁন সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। 

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এবিএম জাফর উল্যাহ্, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএস