ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক মারা গেছেন

শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক মারা গেছেন

ছবি : সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক ধাবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে বাগআঁচড়া ইউনিয়নের (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ধাবক এর ছেলে।

গত ১৬ নভেম্বর রাতে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল-এর সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। 

এলাকাবাসী জানান শার্শা বাগআচড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক-এর সর্মথকরা বাগআঁচড়া সাতমাইল পশুর হাট থেকে বাড়ি ফেরার পথে বায়তুল মামুর জামে মসজিদের সামনে তাদের উপর বাগআচড়ার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা হামলা চালায় এতে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাক ধাবকসহ আরো ২ জন গুরুতর আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরে আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোস্তাক ধাবক।

এমএস