ছবি : গ্লোবাল টিভি
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রাম থেকে ৯টি তাজা বোমা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আজ শনিবার বেনাপোল পোর্ট থানাধীন মহিষা ডাঙ্গা গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিস্ফোরকসহ চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন, বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মোড়লের ছেলে আলা হোসেন, একই গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে জাহিদ হাসান, জমির মোড়লের ছেলে সজীব হোসেন ও বারোপোতা গ্রামের মৃত তোফাজ্জেল এর ছেলে আজগার আলী।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মহিষা ডাঙ্গা ও বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিকারী যেই হোক না কেনো তাদের আমরা কঠোর হাতে দমন করবো।
এমএস