ছবি : গ্লোবাল টিভি
বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. রশিদ শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের মৃত আনার আলীর ছেলে।
নাভারণ হাইওয়ে থানার এস মোফাজ্জল হোসেন জানান নিহত আ: রশিদ সাইকেল যোগে বেনেয়ালী গ্রামে মেয়ে বাড়ি যাচ্ছিলো। প্রতিমধ্যে কলাগাছি নামক স্থানে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের মাধ্যমে বাসটিকে আটক করা গেলেও কৌশলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং বাসটিকে জব্দ করে থানা হেফাজতে নেয়।
এমএস