ছবি : গ্লোবাল টিভি
আবু রায়হান সরকার, নোয়াখালী : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, নোয়াখালী জেলা আওয়ামী সাবেক সভাপতি, সাবেক সাংসদ ও গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. হানিফের দাফন সম্পন্ন হয়েছে।
আজ রোববার সকাল ১০ টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের কবরের পাশে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সাংসদ মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী জেলা আ'লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ, ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ। এছাড়াও জেলা ও উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাবেক এ বর্ষীয়ান নেতা মোহাম্মদ হানিফ শনিবার (৪ ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামীলীগ তিনদিনের কর্মসূচি পালন করেছে। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক ও সমবেদনা জানান।
এমএস