ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ০ জ্বিলকদ ১৪৪৬

রংপুরের মিঠাপুকুরে ১৭ ইউনিয়নের ১৪টিতে নৌকার পরাজয়

রংপুরের মিঠাপুকুরে ১৭ ইউনিয়নের ১৪টিতে নৌকার পরাজয়

ছবিঃ সংগৃহীত

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৪টিতেই আওয়ামী লীগের পরাজয় হয়েছে।

সোমবার মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে এমন চিত্র দেখা যায়।

মিঠাপুকুরের ১৭ টির ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৯টিতে স্বতন্ত্র প্রার্থী, ৩টিতে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন-খোড়াগাছ ইউনিয়নে আসাদুজ্জামান (মোটরসাইকেল), রাণীপুকুর ইউনিয়নে আবু ফরহাদ পটু (ঢোল), পায়রাবন্দ ইউনিয়নে মাহবুবার রহমান মাহবুব (মোটরসাইকেল), ভাংনী ইউনিয়নে আব্দুল্যাহ আল মামুন (মোটরসাইকেল), বালারহাট ইউনিয়নে মাওলানা আবুল হাসনাত রতন (মোটরসাইকেল), কাফ্রিখাল ইউনিয়নে জয়নাল আবেদীন মাস্টার (মোটরসাইকেল), লতিবপুর ইউনিয়নে ইদ্রিস আলী (আনারস), চেংমারী ইউনিয়নে রেজাউল কবির টুটুল (আনারস), ময়েনপুর ইউনিয়নে মোকছেদুল আলম সরকার মুকুল (চশমা), বালুয়া মাসিমপুর ইউনিয়নে শাহজাহান মিয়া (মোটরসাইকেল),বড়বালা ইউনিয়নে তরিকুল ইসলাম সরকার স্বপন (ঘোড়া), মিলনপুর ইউনিয়নে আতিয়ার রহমান (নৌকা), শাল্টি গোপালপুর ইউনিয়নে হারুন অর রশিদ তালুকদার (ঘোড়া), দুর্গাপুর ইউনিয়নে সাইদুর রহমান তালুকদার (নৌকা), বড় হয়রতপুর ইউনিয়নে আব্দুল মতিন (নৌকা), ইউনিয়নে মাওলানা শফিকুল ইসলাম (মোটরসাইকেল) এবং ইমাদপুর ইউনিয়নে শফিকুল ইসলাম (মোটরসাইকেল)।

এএইচ