ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

সাতকানিয়ায় দুই শিক্ষার্থীকে ধর্ষণ : গ্রেফতার ২

সাতকানিয়ায় দুই শিক্ষার্থীকে ধর্ষণ : গ্রেফতার ২

ফাইল ছবি

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে পাহাড়ে রাতভর দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত সোমবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার এঁওচিয়া ইউনিয়নের লামিম্মার পাহাড়ে এ ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করে। আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিষয়টি প্রকাশ্যে আসে। 

গ্রেফতারকৃতরা হলেন, এওচিয়া টুডির বাড়ি এলাকার মো. ইউনুছের ছেলে মেজবাহ উদ্দিন এবং কাঞ্চনা বকশিরখীল ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. আলমগীর। 

জানা গেছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের টুডির বাড়ি এলাকার পাশে স্থানীয় দোকানে পান আনতে বের হয় দুই শিক্ষার্থী। তারা সম্পর্কে খালা-ভাগ্নি। সেখান থেকে অভিযুক্ত দুই কিশোর তাদের ধরে নিয়ে সিএনজিতে তুলে ইছামতি আলীনগরের নির্জন পাহাড়ে নিয়ে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে তারা বাড়িতে ফিরে এসে ঘটনার বর্ণনা দেয়। 

ধর্ষণের শিকার কিশোরীর বাবা মেয়ে ও শালিকাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার রাতে থানায় মামলা করেন। মামলার পরপর পুলিশের একটি টিম অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করলে তাৎক্ষণিক পুলিশের টিম পাঠিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএস