সংগৃহীত ছবি
আবু রায়হান সরকার, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জের সত্যবচন নামে খ্যাত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সাংবাদিকদের তার লেখা `সত্য যে কঠিন' বই উপহার দিয়েছেন।
বুধবার বিকালে পৌরসভায় জেলার সাংবাদিকদের এ উপহার দেন তিনি।
`সত্য যে কঠিন' নামের বইটি উপহার নেন চ্যানেল আই টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন, দেশ টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, গ্লোবাল টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু রায়হান সরকারসহ জেলার অন্যান্য সাংবাদিকরা বইটি উপহার হিসেবে গ্রহণ করেন।
চ্যানেল আই টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু বলেন, অবশ্যই এটা আনন্দের। সারা বাংলাদেশে আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার কাছ থেকে ‘সত্য যে কঠিন’ বইটি লেখকের হাত থেকে উপহার পেলাম এটার অনুভূতি সত্যি অনেক চমৎকার।
যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মুহতাসিম বিল্লাহ সবুজ বলেন, অনুভূতিটা একটু অন্যরকম। বইটা পড়ার অনেক ইচ্ছা ছিলো। বইটি লেখক যখন নিজেই উপহার দিয়েছেন অনেক ভালো লাগছে।
এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, সত্য অনেক কঠিন, প্রকাশ করতে গেলে বিভিন্ন হুমকিতে পড়তেই হবে এটাই স্বাভাবিক। জীবনে অনেক সংকীর্ণ পথ পাড়ি দিয়েছি। আমি কোনো লেখক নই। জ্ঞানী, গুণী,পণ্ডিত ব্যক্তি নই। আমি একজন ছোট্ট রাজনৈতিক কর্মী। ক্ষুদ্র এ জীবনে আমার রাজনৈতিক কর্মকান্ড ৪৮ বছর। ছোটবেলা থেকে রাজনীতিকেই করে নিয়েছি জীবনের পথ। জনগণের এবং দলের জন্য নিজেকে নিবেদন করে বয়সের দিকে ও শরীরের দিকে তাকানোর সময় পাইনি। হঠাৎ মনে হলো, আমার কথাগুলো মানুষকে বলা দরকার। যে আদর্শ, যে চিন্তা, যে চেতনা ধারণ করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এক জীবন সংগ্রাম করে গেলাম, সে সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার গল্প মানুষকে জানানোর প্রয়োজনীয়তা অনুধাবন করে কলম ধরলাম। জীবনের গৌরব বলতে বেশি কিছু নেই। এক জীবন কোম্পানীগঞ্জের মানুষের পাশে থেকে কাটিয়েছি। বিনিময়ে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। কিছু তিক্ততা, ব্যক্তিগত দুঃখ-বেদনাও আছে, আছে রাজনৈতিক সংগ্রামের নানা পর্ব। এসব মিলিয়েই আমার জীবন পরিক্রমা ‘সত্য যে কঠিন’। আত্মজীবনী নিয়ে লেখা প্রকাশ সত্যিই কঠিন ব্যাপার ছিলো। তথ্য-উপাত্ত শতভাগ নিখুঁতভাবে উপস্থাপন করা কষ্টসাধ্য। সব কথা, সব ব্যথা, সব তথ্য মনে নেই। স্মৃতিতে সব নেই। চেষ্টা করেছি মাত্র। বই পড়া পিপাসুদের এই বইটি পড়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নিজের আত্মজীবনী নিয়ে লেখা বই ‘সত্য যে কঠিন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। সত্য বচনে নোয়াখালীসহ সারা বাংলাদেশে আলোচিত এই মেয়র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহোদর ভাই।
এমএস