ছবি : গ্লোবাল টিভি
আবু রায়হান সরকার, নোয়াখালী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে চৌমুহনীতে নবগঠিত পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বিকালে চৌমুহনীতে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেন চৌমুহনী পৌরসভার নবগঠিত ছাত্রলীগের সভাপতি মাকছুদুর রহমান, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন সাইফুলসহ সহস্রাধিক নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদল যে কটূক্তি করেছে অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে হুশিয়ার উচ্চারণ করেন পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এমএস