ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে কলাপাড়ায় ডিভাইডারে ঘটছে দুর্ঘটনা

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে কলাপাড়ায় ডিভাইডারে ঘটছে দুর্ঘটনা

ছবি: গ্লোবাল টিভি

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী : ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া এলাকায়  নির্মিত রোড ডিভাইডারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবহন চালক, যাত্রী এবং এলাকাবাসী। আকারে ছোট হওয়াতে ঘন কুয়াশায় পরিবহন চালকদের দৃষ্টিগোচর না হওয়ায় গত কয়েকদিন ধরে এর উপর যানবাহন উঠে দুর্ঘটনা ঘটছে। 

স্থানীয়রা জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যেতে রজপাড়া এলাকা থেকে  সম্প্রতি নতুন একটি সংযোগ সড়ক নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ।  সংযোগ সড়কটির মুখে মহাসড়কের উপরে প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের একটি রোড ডিভাইডার নির্মাণ করা হয়। অপ্রশস্ত মহাসড়কে অপেক্ষাকৃত নীচু ডিভাইডার নির্মাণ এবং সড়কের অন্য কোথাও ডিভাইডার না থাকায় অহরহ ঘটছে দুর্ঘটনা। 

কলাপাড়া থানার ওসি মোঃ জসিম উদ্দীন জানান, গত কয়েকদিনে প্রায় ১৫/২০টি যানবাহন ওই ডিভাইডারের উপরে উঠে দুর্ঘটনা কবলিত হয়েছে। মঙ্গলবার ভোর রাতেও সাকুরা পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। 

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ বলেন, স্থানীয় প্রশাসনসহ পুলিশের পক্ষ থেকেও ডিভাইডারে দুর্ঘটনার বিষয় আমাদের জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিভাইডারের দুইপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করাসহ মার্ক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএইচ