ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

ছবি: গ্লোবাল টিভি

রাকিবুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার ভোর পাঁচটায় চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড়ে এ ঘটনা ঘটে ।

নিহত হেলপার রাসেল নওগাঁ জেলার মহাদেবপুর থানার মৃত কামরুল হাসানের ছেলে ।

ঘটনার সত্যতা জানিয়েছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ।

স্থানীয়রা জানায়, ঘন কুয়াশা থাকার কারণে রাস্তা ঠিকমত দেখতে না পাওয়ায় দিনাজপুর ছেড়ে আসা ধান বোঝাই একটি ট্রাকের ফুলবাড়ি থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ