ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

নারায়ণগঞ্জে বিভাগীয় শ্রম অধিদপ্তরে দুদকের অভিযান

নারায়ণগঞ্জে বিভাগীয় শ্রম অধিদপ্তরে দুদকের অভিযান

ছবি: গ্লোবাল টিভি

মোহাম্মদ মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ: বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ-এর প্রধান সহকারী কর্মকর্তা হারুন অর-রশিদের বিরুদ্ধে শ্রমিকদের সরকারি অনুদানের টাকা শ্রমিকদের প্রদান না করে জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান চালিয়েছে । 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ-এর ৩ সদস্যের সমন্বয়ে গঠিত টিম আজ মঙ্গলবার দুপুরে  একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। 

এ সময় বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ জেলার  পরিচালক হারুন-অর-রশিদকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। 

জানা যায়, অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়েছে। তবে অভিযান প্রসঙ্গে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।