ছবি: গ্লোবাল টিভি
ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে চার হাত ও চার পা নিয়ে অদ্ভুত কন্যাশিশুর জন্ম দিয়েছেন দিনারা বেগম (৩৫) নামের এক নারী। তবে জন্মের ১০ মিনিট পরেই শিশুটি মারা যায়। মঙ্গলবার (১৪ মার্চ) শহরের রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ওই শিশুটি জন্মগ্রহণ করে।
ওই নারী দিনারা বেগমের বাড়ি মাদারগঞ্জের সীমানা ঘেষা বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক হাসান মণ্ডলের স্ত্রী। তার সিজারিয়ান অপারেশন করান ডাক্তার দিল আফরোজ নিশা।
ডাক্তার দিল আফরোজ নিশা বলেন, জন্মের ১০ মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। তবে শিশুর মা সুস্থ রয়েছেন।