ছবি: গ্লোবাল টিভি
ফয়জুল ইসলাম পিংকু, কিশোরগঞ্জ: সোনালী ব্যাংক লিমিটেড, স্টেশন রোড শাখা, কিশোরগঞ্জ-এর ম্যানেজার, সাবেক কলেজ শিক্ষক কবি মোঃ আলমগীরের প্রথম কাব্যগ্রন্থ ‘বেদনার কাব্যকথা’-এর প্রথম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ও কিশোরগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান জাহাঙ্গীর আলম সিদ্দিকী, আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধা, আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, বিশিষ্ট ছাড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সি আই পি বাদল রহমান।
আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকসুদা, এনএসআই উপপরিচালক ইকবাল হোসাইন, গুরুদয়াল সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ করিম উল্লাহ ও আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ বদরুল হুদা সোহেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকাস্থ দ্যু প্রকাশন থেকে প্রকাশিত বইটি কবি মোঃ আলমগীর দীর্ঘ ২৭ বছরের কাব্য সাধনার ফল।