ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ০ জ্বিলকদ ১৪৪৬

রূপগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

ছবি সংগৃহীত

রূপগঞ্জের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মুজিব পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, নয়টি ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেইখ ফরিদ মাসুম হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। এর আগে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার উপজেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে মিলাদ মাহফিল কর্মসূচি ঘোষণা করেন।