ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ০ জ্বিলকদ ১৪৪৬

জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে : গোলাম দস্তগীর গাজী

জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে : গোলাম দস্তগীর গাজী

বিএনপি জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধে মাঠে সরব ছিলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এমন মন্তব্য করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, অবরোধে জনগণের সাড়া নেই।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও মিছিলের নেতৃত্ব দেন। এসময় তিনি এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, অবরোধে জনগণের সাড়া নেই। বিএনপি জামায়াত যেন কোনো নৈরাজ্য করতে না পারে, সেজন্য আমরা রাস্তায় আছি।বিএনপি যাতে আগুন খেলা করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি। মাঝেমধ্যে ওরা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তবে জনগণের জানমালের তেমন কোন ক্ষতি করতে পারছেনা। গাড়ি-ঘোড়া সব চলছে।

এসময় মন্ত্রীর নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচলের জয়বাংলা চত্বর, রূপগঞ্জের শুমু মার্কেট এলাকা, কাঞ্চন ব্রিজ এলাকা ও মুরাপাড়া সমাবেশ ও মিছিল প্রদক্ষিণ করে।

উপজেলার গুরত্বপূর্ণ ৬ টি স্থানে পথসভা করেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পাও। পিতা ও পুত্রের নেতৃত্বে এদিন মাঠে আরও বেশি সরব হয়ে উঠে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা।

বিএনপি জামায়াতের উদ্দেশে গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, ‘রাস্তায় আসুন, দিনের বেলায় আসুন, চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোন লাভ নেই। আমাদের সংবিধান অনুযায়ী জানুয়ারি মাসে আমাদের নির্বাচন, আপনারা সংবিধানকে অবহেলা করছেন। আপনারা জানেন আমাদের প্রত্যেকটি ঘরে শিশু আছে। এই পরীক্ষার সময় তাদের স্কুলে যেতে বাধা সৃষ্টি করছেন। পিতা মাতা চিন্তিত থাকছে। স্কুলের শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে আপনারা কি জনগণের ভালোবাসা পাবেন?’

এসময় অবরোধবিরোধী মিছিল ও সমাবেশে রূপগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মাহবুর রহমান মেহের, জেলা পরিষদ সদস্য আনছর আলী, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, ভূলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কামরুল ইসলাম তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেস, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভূইয়া, ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান দাউদ মোল্লা ও তারাব পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম মনির সহ আরও অনেকে উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।