ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

নোয়াখালীতে প্রহরীকে হত্যা করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

নোয়াখালীতে প্রহরীকে হত্যা করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

ছবি: গ্লোবাল টিভি

আবু রায়হান সরকার, নোয়াখালী: ৪৮ ঘন্টার মধ্যে নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট পশ্চিম বাজারে ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্বর্ণ লুট ও নৈশপ্রহরী শহীদ উল্যাহকে (৫০) হত্যার ঘটনায় লুট হওয়া ৬০ ভরি স্বর্ণ, ১৬০ ভরি রুপা, সাড়ে ৩ লাখ টাকা,দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে ও ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিরা হলো- নোমান (৩৫), শাহাদাত (৩২),সাদ্দাম হোসেন (৩০), (সালাউদ্দিন (৩২), মিজানুর রহমান (৩৬), সুজন (৩৬),কমল সরকার (৩২)। তাদের বাড়ি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায়। 

সোমবার সকাল ১১টায় নোয়াখালী পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শহীদুল ইসলাম।

এসপি বলেন, আসামিরা ট্রাকে করে ভোর ৪ টার দিকে মার্কেটে ঢুকে কৌশলে গ্যাস সিলিন্ডার কাটার ব্যবহার করে সিন্দুক ভেঙে স্বর্ণ,রুপা ও টাকা নিয়ে যায়। এর আগেও তারা কুমিল্লা জেলাতে ডাকাতি করে। ঘটনায় তারা একটি দোকানের সিসিটিভির হার্ডডিস্ক ফেলে যায়, অন্য দোকানের হার্ডডিস্ক নষ্ট করে। ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরে বিভিন্ন জেলায় জায়গায় অভিযান চালিয়ে ৫ ডাকাত  ও তাদের ২ সহযোগীদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে সাড়ে ৩ লক্ষ টাকা, দেশীয় অস্ত্র,২ টি কার্তুজ,সিন্দুক কাটার মেশিন,লুন্ঠিত ৬০ ভরি স্বর্ণ, ১৬০ ভরি রুপা জব্দ করা হয়।

উল্লেখ্য, গেলো শুক্রবার ভোর রাতের দিকে ৪০-৫০ জনের একদল ডাকাত ভোর ৩ থেকে ৪টার মধ্যে পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করে। ওই সময় তারা ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে নৈশ প্রহরীকে হত্যা করে ডাকাতরা।