ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিফাত হোসেন (২৫) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৩৯১) ওই এলাকা অতিক্রম করেছিল। একই সময় খোলা ট্রাক্টরে একটি এস্কেভেটর একই দিকে নেয়া হচ্ছিল।
এ সময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এস্কেভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী নিহত হন এবং চালকের বাম পা থেঁতলে যায়। এ ঘটনায় বাসের আরও অন্তত ১৫ যাত্রী আহত হন।
লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূইয়া বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে৷