ছবি: গ্লোবাল টিভি
রিপন গোয়ালা অভি, ময়মনসিংহ: বৃহত্তর ময়মনসিংহে যাত্রা শুরু করেছে অথেনটিক কসমেটিকস্ রিটেইল চেইন শপ হারল্যান স্টোর। বুধবার এর উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
শহরের স্টেশন রোডের নূরজাহান শপিং কমপ্লেক্সে ১৫৭ নং দোকানে এই শো-রুম উদ্বোধনকালে অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধনী পণ্য দেশের সকল প্রান্ডে প্রাপ্তি নিশ্চিত করছে। কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। তাছাড়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।
হারল্যান সংশ্লিষ্টরা জানান, মানসম্মত অথেনটিক কসমেটিক্স পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদাপূরন করবে। এদিকে উদ্বোধন উপলক্ষে এই স্টোরে চলছে রেড ফ্রাইডে অফারে ৭০% পর্যন্ত বিশেষ ছাড়।