ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

নওগাঁয় পিঠা উৎসব

নওগাঁয় পিঠা উৎসব

ফাইল ছবি

কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁয় ‘হাতেখড়ি’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন শনিবার পিঠা উৎসবের আয়োজন করে। পিঠা উৎসবে পাটি সাপটা, পোয়া, মালপোয়া, পুলিপিঠা, নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি, ফুল পিঠা, ঝাল পিঠা, ঝিনুক পিঠা, ক্ষীর কুলি, তেলের পিঠা, জামাই পুলি, তিল পনির, সুন্দরী পাকন, মালাই পিঠা, পাতা পিঠাসহ হরেক ধরনের পিঠা দেখা যায়। 

পিঠা উৎসবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পিঠা উৎসবকে কেন্দ্র করে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে হাতেখড়ি।

অনুষ্ঠানে নওরীন আখতার শারমিনের পরিচালনায় সভাপতিত্ব করেন মাগফুরুল হাসান বিদ্যুৎ। এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, চিকিৎসক আশীষ কুমার, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, হাসমত আলী, রফিকুদ্দৌলা রাব্বি, চন্দনদেব প্রমুখ।