ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

রংপুরে বেগম রোকেয়া দিবস পালিত

রংপুরে বেগম রোকেয়া দিবস পালিত

গ্লোবাল টিভি ছবি

রংপুর ব্যুরো : রংপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। 

নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে উদযাপন করা হয়েছে রোকেয়া দিবস। 

সোমবার বিকালে দিবসটি উপলক্ষে বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। পরে ‘নারীর অগ্রযাত্রা বেগম রোকেয়ার ভাবনা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনর রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।  

পরে বাংলা একাডেমি ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিশিষ্টজনরা। 

এদিকে রোকেয়ার নামে প্রতিষ্ঠিত উত্তরের সর্বোচ্চ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক রায়হান কবির, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রফেসর শামীমা আখতার,মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মনিরুজ্জামান সরকার। 

এর আগে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি পালন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান ও শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচিতে প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারি প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শওকাত হোসেন উপস্থিত ছিলেন।