গ্লোবাল টিভি ছবি
আবু মুসা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টে হারোয়া ফুটবল একাদশ ও কালিকাপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মামুন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল আলম, বনপাড়া শহর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রেজা, কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সভাপতি খলিলুর রহমান গাজী, বনপাড়া শহর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, বনপাড়া শহর শ্রমিকদলের সভাপতি জালাল ভুঁইয়া।
খেলায় কালিকাপুর ফুটবল একাদশ হারোয়া ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ের ট্রফি নেয়।