ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

ব্রহ্মপুত্রের কচুরিপানা পরিষ্কার করালেন কৃষক দল নেতা

ব্রহ্মপুত্রের কচুরিপানা পরিষ্কার করালেন কৃষক দল নেতা

গ্লোবাল টিভি ছবি

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী : নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে প্রায় ২০ কিলোমিটার কচুরিপনা ও বর্জ্য দুই উপজেলার মানুষের গলার কাঁটা হয়েছিলো। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনোহরদীর আসাদনগর গ্রাম থেকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন বিপ্লবের উদ্যোগে দুই শতাধিক স্বেচ্ছাসেবী ও নেতাকর্মী এই কচুরিপানা পরিষ্কার করেছেন।  

কার্যক্রমের উদ্বোধন করেন কৃষক দলের যুগ্ন সম্পাদক শাহাদত হোসেন বিপ্লব। এতে অংশ নেন উপজেলা কৃষক দল, ছাত্র দলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ব্রহ্মপুত্র নদের দশটি পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খ.ম.কামরুল ইসলাম, মনোহরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হান উদ্দিন, সিনিয়র সহসভাপতি সুরুজ মিয়া,যুগ্ন আহবায়ক আবুল বাসার, ছাত্রদল নেতা মহসিন কবির, পৌর কৃষক দল নেতা আবুল কালাম, ছাত্রদল নেতা ইমরান আহমেদ, কৃষক দল নেতা শফিউর আলম বাবু, ইলিয়াস, রেজাউল কাদির,আক্তার হোসেন প্রমুখ।