গ্লোবাল টিভি ছবি
আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা): বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিক উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা এবং নিরাপদ, সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।