ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

ঘুমধুমে বনে অবমুক্ত করা হলো বিশাল অজগর

ঘুমধুমে বনে অবমুক্ত করা হলো বিশাল অজগর

গ্লোবাল টিভি ছবি

আবদুল হাকুম, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ৯নং ওয়ার্ড মংজয়পাড়া একটি ৯ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে ১৭কেজি ওজনের একটি অজগর সাপ গহীন পাহাড়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রেজু বিট কর্মকর্তা ইসমাইল হোসেন স্থানীয়দের সাথে নিয়ে অবমুক্ত করেন।

রেজু বিট কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বরইতলী বাজার ব্যবসায়ী শফি আলমের গোডাউনে  কর্মচারীরা সকাল ৯টার দিকে সাপটিকে দেখতে পেয়ে আমাকে জানালে দ্রুত সহকর্মীদের নিয়ে সাপকে নিরাপত্তা বজায় রেখে উদ্ধার করে ৪ কিলোমিটার মংজয় পাড়া গহীন অরণ্যে অবমুক্ত করি।

দোকানদার গোডাউনের মানিক শফিউল আলম বলেন, সকাল শ্রমিকরা দোকান পরিষ্কার করতে গিয়ে আজগর সাপটিকে দেখে বিট কর্মকর্তা ইসমাইল হোসেনকে জানানো হয়।