গ্লোবাল টিভি ছবি
মো. লুৎফর রহমান, হিলি (দিনাজপুর): কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার উপজেলার আলিহাট ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী শেখ, সদস্য সচিব সোহেল, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, হাকিমপুর পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন, ছাত্র নেতা রিপন।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দিকনির্দেশনা ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরামর্শ মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।