ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

একই নাম্বারের রহস্যময় ৫ প্রাইভেটকার; ফরিদপুরে তোলপাড়!

একই নাম্বারের রহস্যময় ৫ প্রাইভেটকার; ফরিদপুরে তোলপাড়!

ফরিদপুর শহরে দেখা গেছে একই নাম্বারের পাঁচটি প্রাইভেটকার। এই নিয়ে শহরে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গাড়িগুলো আটক করে হেফাজতে নিয়ে যায় কোতয়ালী থানা পুলিশ।

জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ফরিদপুর শহরের পুরাতন বাসষ্টান্ড এলাকার হোটেল রাজস্থান হোটের সামনে একই মডেলের (সিএইচ আর) পাঁচটি প্রাইভেটকার এসে থামে। প্রতিটি গাড়ির প্লেট নাম্বার ছিলো ঢাকা মেট্রো-শ-০০-০৭৩৮।

গাড়িতে থাকা ১৬জন ব্যক্তি রাতে হোটেলে অবস্থান করেন। সকালে একই নাম্বারের পাঁচটি গাড়ি দেখে জনগনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি করে গাড়ির লোকজন হোটেল থেকে চলে যায়। পরবর্তীতে পুলিশ এসে গাড়ির মূল মালিক এবং কাগজপত্র না পেয়ে গাড়িগুলো হেফাজতে নিয়ে যায় পুলিশ। বর্তমানে গাড়িগুলো ফরিদপুর পুলিশ লাইনস এ রাখা হয়েছে। 

এই বিষয়ে কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি।

রহস্যময় একই নাম্বারের পাঁচটি গাড়ি কোথা থেকে এসেছে এবং গাড়িগুলোর মালিক কে, কী উদ্দেশ্যে তারা ফরিদপুরে এসেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হেয়েছে।

হোটেল রাজস্থানের ম্যানেজার মহিউদ্দিন জানান, রাতে হোটেলে এসেছিলেন ঐ ১৬ ব্যক্তি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা একই নাম্বারের ৫টি প্রাইভেটকার দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, তারা গাড়িগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ফরিদপুরের একটি হোটেল উদ্বোধন করতে তারা এসেছিলেন।