ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন পটুয়াখালীর লামিয়া, সুস্থ আছে সবাই

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন পটুয়াখালীর লামিয়া, সুস্থ আছে সবাই

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলায় লামিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে এবং দুজন মেয়ে। এটি লামিয়া আক্তারের প্রথম সন্তানপ্রসূতি।

ঘটনাটি জানাজানি হতেই বরিশাল ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই নবজাতকদের একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন। হাসপাতালের প্রসূতি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান বলেন, মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ আছে, তাদের হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

লামিয়া আক্তার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে লামিয়ার সঙ্গে একই উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়ার বিয়ে হয়।

সন্তানদের বাবা সোহেল হাওলাদার জানান, আল্লাহর অশেষ রহমতে আমার পাঁচটি সন্তানই সুস্থ আছে। সবাই ভালো আছে। আমি আমার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চাই।