ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২ | ১৯ শাওয়াল ১৪৪৬

৫ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি

৫ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি

গ্লোবাল টিভি ছবি

দিদারুল আলম জিসান, উখিয়া টেকনাফ (কক্সবাজার): টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে ৫ জন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 

পরে আরাকান আর্মির সাথে যোগাযোগের মাধ্যমে ৯ অক্টোবর ৫ বাংলাদেশী জেলেকে ফেরত নিয়ে আসে বিজিবি। । 

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

৫ বাংলাদেশি নাগরিক হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপের আব্দুর রহিমের ছেলে মোঃ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মোঃ রাসেল মিয়া (২৩), ও মোঃ সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলাম এর ছেলে মোঃ বোরহান উদ্দিন (১৯) এবং খোরশেদ আলমের ছেলে মোঃ রাশেদ (২৪)।

তাদেরকে আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারে হস্তান্তর করা হয়।