ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

সুনামগঞ্জে বিপুল ভারতীয় শাড়ি আটক

সুনামগঞ্জে বিপুল ভারতীয় শাড়ি আটক

গ্লোবাল টিভি ছবি

মিজানুর রহমান, সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩০ পিস ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। 
আজ বুধবার সকালে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মালাইগাঁও নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব শাড়ি জব্দ করা হয়। 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  এ.কে. এম জাকারিয়া কাদির জানান, চিলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ শাড়ির চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৮ বিজিবির অধীনস্থ চিনাউড়া বিওপি কর্তৃক ৩৩০ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩১ লক্ষ ৩৫ হাজার টাকা। আটককৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করা হবে।